হোমওয়ার্ক হয়নি, শিক্ষকের নির্দেশে ক্লাস সিক্সের মেয়েকে ৬দিনে ১৬৮ চড় সহপাঠীদের! বন্ধুসুলভ ভালবাসায় মৃদু আঘাত , সাফাই প্রিন্সিপালের
Web Desk, ABP Ananda | 27 Jan 2018 06:15 PM (IST)
ঝাবুয়া (মধ্যপ্রদেশ): মেয়েটি ক্লাস সিক্সে পড়ে। স্কুলের হোমওয়ার্ক না করায় শিক্ষকের নির্দেশে ১২ বছরের ছাত্রীটিকে ১১ থেকে ১৬ জানুয়ারি, ৬দিন ধরে ১৬৮টা চড় মেরেছে সহপাঠীরা! মেয়েটির বাবা আবাসিক স্কুল কর্তৃপক্ষ, পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন। তান্ডলার নবোদয় বিদ্যালয়ের ওই ছাত্রীর বাবা শিবপ্রতাপ সিংহের দাবি, স্কুলের বিজ্ঞান শিক্ষক মনোজ কুমার ভার্মা গত ১১ জানুয়ারি তাঁর মেয়ের সহপাঠীদের শাস্তি স্বরূপ তাকে চড় মারতে বলেন। ১৪টি মেয়ে তাকে ৬ দিন ধরে রোজ দুবার করে চড় মারে। কয়েকদিন আগে তিনি মেয়েকে অসুস্থ হয়ে পড়তে দেখেন, সে হোমওয়ার্ক শেষ করতে পারেনি। লজ্জা, অপমান, ভয়ে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্কুল কর্তৃপক্ষ মেয়ের অসুস্থতার কথা জানত বলে অভিযোগ করেন তিনি। যদিও স্কুলের প্রিন্সিপাল কে সাগরের বক্তব্য, ওকে জোরে চড় মারা হয়নি, বন্ধুসুলভ ভালবাসা দেখিয়ে মৃদু আঘাত করেছে সহপাঠীরা। আমরা ওর অভিভাবকদের সঙ্গে কথা বলব। তিনি আরও বলেন, আমরা স্কুলে দৈহিক শাস্তি অনুমোদন করি না। মেয়েটি পড়াশোনায় দুর্বল, ঠিকমতো হোমওয়ার্ক, স্কুলের কাজ করে না। স্কুলে ওর পারফরম্যান্সের উন্নতি ঘটাতেই এ ধরনের শাস্তি বেছে নিয়েছেন শিক্ষক। তান্ডলার পুলিশ স্টেশনের ইনচার্জ এস এস বাঘেল অবশ্য এ ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার খবর স্বীকার করে বলেন, শারীরিক পরীক্ষার সময় মেয়েটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমাদের টিম স্কুলেও গিয়েছিল, এমন ঘটনার খবর ওরাও শুনেছে। আমরা আরও তদন্ত করছি। তবে আনুষ্ঠানিক ভাবে কোনও মামলা রুজু হয়নি।