নয়াদিল্লি: বিরোধীরা যতই আক্রমণ শানাক, তিনি যে কালো টাকা ও দুর্নীতির জাল থেকে সিস্টেমকে মুক্ত করতে বদ্ধপরিকর, তা ফের একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এদিন ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে একটি সম্মেলনে বক্তব্য পেশ করেন মোদী। সেখানে নোট বাতিল এবং ক্যাশলেস ইকনমির হয়ে জোর সওয়াল করে তিনি বলেন, বর্তমানে ভারত একটি অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখন ডিজিটাল এবং ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে চলেছি।


প্রধানমন্ত্রী জানান, দেশের সিস্টেম থেকে কালো টাকা দুর্নীতির প্রকোপ সরানোর ওপর জোর দিচ্ছেন। মোদীর দাবি, কেন্দ্রের এই পদক্ষেপেপ ফলে ভবিষ্যতে কর্মসংস্থান ও স্বরোজগার যোজনা গতি পাবে। তিনি জানান, ভারতে আরও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ টানতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে, পণ্য ও পরিষেবা কর বিল যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তাও মনে করিয়ে দেন মোদী।