তিরুবনন্তপুরম: আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রেলের এক কর্মীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিল কেরলের তিরুবনন্তপুরমের বিশেষ সিবিআই আদালত। সেইসঙ্গে তাঁর চার লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। ওই কর্মীকে রেলের নথি জাল করা এবং প্রায় আড়াই লক্ষ টাকা তছরুপের দায়ে দোষী সাব্যস্ত করে আদালত।
দক্ষিণ রেলওয়ের আলাপুজ্জা স্টেশনে ২০০৮-এর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কমার্শিয়াল ক্লার্ক হিসেবে কাজ করতেন ওই ব্যক্তি। ওই সময়ই প্রিন্ট না করা প্ল্যাটফর্ম টিকিটে বেশি দামের টিকিট বের করে আড়াই লক্ষ টাকার তছরুপ করেন।
তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, টিকিটের ক্রেতা না থাকলেও ওই ক্লার্ক অসংরক্ষিত টিকিট কাটার সিস্টেমে প্ল্যাটফর্ম টিকিট তৈরি করতেন।যদিও কমান্ড দেওয়ার পর প্রিন্ট আউট নেওয়ার বদলে প্রিন্টার বন্ধ করে রেখে দিতেন। এরপর ওই টিকিটগুলির ওপর বেশি দামের টিকিট আগে থেকে তৈরি করে রাখা প্ল্যাটফর্ম টিকিটগুলির ওপর ছেপে সেগুলির প্রিন্ট আউট করে নিতেন।
অসংরক্ষিত টিকেটিং সিস্টেমে প্রায় ৫৮৪ বার এ ধরনের কারচুপি করেছেন ওই কমার্শিয়াল ক্লার্ক। এভাবে কারচুপি করে
তিনি রেলওয়ের প্রায় আড়াই লক্ষ টাকা লোকসান করেছেন।
গত বছরের ৬ আগস্ট এই মামলায় চার্জশিট দায়ের হয়েছিল।
কারচুপি, রেলের আর্থিক লোকসান, কারাদণ্ড ক্লার্কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2016 09:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -