শিবরাজের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ট্রোলও করা হয়েছে। শিবরাজ ফোরামে বলেছেন, গত ১২ বছর ধরে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বুঝতে পেরেছেন যে, রাজ্যকে উন্নত করতে হলে পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। সেজন্য তিনি রাস্তার ওপর গুরুত্ব দিয়েছেন এবং মধ্যপ্রদেশে দারুন সব রাস্তা তৈরি করেছেন।
এখানেই থেমে যাননি শিবরাজ। তিনি আরও বলেছেন, ওয়াশিংটনে পা রেখেই তিনি বুঝতে পেরেছেন মধ্যপ্রদেশের রাস্তা ওয়াশিংটনের থেকেও ভালো।
এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছেন শিবরাজ।
ট্যুইটার ব্যবহারকারীরা বন্যার জলে ভেসে যাওয়া মধ্যপ্রদেশে রাস্তাঘাট এবং আমেরিকার মসৃণ ও পরিচ্ছন্ন রাস্তাঘাটের ছবি পোস্ট করে বিঁধেছেন শিবরাজকে। সেই সব ছবিতে দেওয়া হয়েছে ব্যঙ্গাত্মক ক্যাপশন।
কেউ কেউ আবার রাজ্যে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওযার সময় পুলিশ কর্মীদের মুখ্যমন্ত্রীকে জল ভেঙে নিয়ে যাওয়ার ছবিও পোস্ট করেছেন। এই ছবিটি ঘিরে আগেও সমালোচনার মুখে পড়েছিলেন শিবরাজ।
সোশ্যাল মিডিয়ায় #এমপিরোডস ট্রেন্ডিংও শুরু হয়। এই হ্যাশট্যাগ ব্যবহার করেই ট্যুইটার ব্যবহারকারীরা কটাক্ষ করেছেন শিবরাজকে।