মার্কিন মুলুকে চিকিৎসা করিয়ে এসপ্তাহেই দেশে ফিরছেন পর্রীকর
Web Desk, ABP Ananda | 12 Jun 2018 05:07 PM (IST)
পানাজি: মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়ে চলতি সপ্তাহেই দেশে ফিরছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। অন্ত্রের সমস্যার জন্য চিকিৎসা করাতে গত মার্চ মাসে মার্কিন মুলুকে যান ৬২ বছরের পর্রীকর। এদিন মুখ্যমন্ত্রীর দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তারিখ নিশ্চিত না হলেও, চলতি সপ্তাহেই সম্ভবত ফিরছেন পর্রীকর। ফেরার ব্যবস্থা ইতিমধ্যেই শুরু করেছে সিএমও। চিকিৎসা করাতে যাওয়ার আগে তাঁর অবর্তমানে রাজ্য প্রশাসনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মন্ত্রিসভার উপদেষ্টা কমিটির গঠন করেছিলেন পর্রীকর।