নয়াদিল্লি: কয়লা দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া ও প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তর তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। কলকাতার একটি সংস্থাকে বেআইনিভাবে একটি কয়লা খাদান পাইয়ে দেওয়ার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব এ কে বসু ও কোড়ার ঘনিষ্ঠ সঙ্গী বিজয় জোশীরও তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কলকাতার সংশ্লিষ্ট সংস্থা, কোড়া ও প্রাক্তন কয়লা সচিবের যথাক্রমে ৫০ লক্ষ, ২৫ লক্ষ ও এক লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। জোশীকেও ২৫ লক্ষ এবং বসুকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

আজ এই রায় ঘোষণা করে বিচারপতি ভরত পরাশর বলেছেন, ‘সাধারণ অপরাধের চেয়ে হোয়াইট কলার ক্রাইম সমাজের পক্ষে আরও বিপজ্জনক। কারণ, প্রথমত এক্ষেত্রে আর্থির ক্ষতির পরিমাণ অনেক বেশি। দ্বিতীয়ত, জনগণের মনোবল ধাক্কা খেয়েছে। চুরি, ছিনতাই, অপহরণের ক্ষেত্রে কয়েক কোটি টাকা ক্ষতি হতে পারে। কিন্তু হোয়াইট কলার ক্রাইমে কয়েক কোটি টাকা ক্ষতি হতে পারে।’

বিচারপতি আরও বলেছেন, ‘অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের প্রবেশনের সুবিধা দেওয়া উচিত নয়। তবে দিল্লি হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য তাঁদের বিধিবদ্ধভাবে দু’মাসের জামিন মঞ্জুর করা হচ্ছে।’

এদিনের রায়ের ফলে কোড়া আর নির্বাচনে লড়াই করতে পারবেন না। তিনি অবশ্য দাবি করেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকায় জরিমানার টাকা দেওয়ার জন্য ধার করতে হবে বলেও জানিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।