রাঁচি: ঝাড়খণ্ডের সরাইকেলা অঞ্চলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন সিআরপিএফ-এর কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেসোলিউট অ্যাকশন) কমান্ডো এবং এক পুলিশকর্মী। খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সরাইকেলা-খারসোয়াঁ জেলার দলভাগা-আরকি এলাকায় যৌথ মাওবাদী-দমন অভিযান চালাচ্ছিল কোবরার ২০৯ ব্যটালিয়ন ঝাড়খণ্ড পুলিশের সশস্ত্র বাহিনীর যৌথ টিম। জঙ্গলে ঘেরা জায়গায় নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। মাওবাদীদের গুলিতে প্রাণ হারান কমান্ডো উৎপল রাভা (২৭)। জানা গিয়েছে, মেঘালয়ের উত্তর গারো হিলস জেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম হন রাজ্য সশস্ত্র বাহিনীর এক পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শেষ খবর, দুপক্ষের মধ্যে গুলি-বিনিময় চলছে।
ঝাড়খণ্ড: মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত কোবরা কমান্ডো, পুলিশকর্মী
Web Desk, ABP Ananda | 07 Jun 2018 02:12 PM (IST)