সলমন আর নন, ‘থামস আপ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে রণবীর সিংহকে নিচ্ছে কোকা কোলা?
web desk, ABP Ananda | 19 Oct 2016 07:44 PM (IST)
নয়াদিল্লি: বুড়ো হয়ে গিয়েছেন! তাই কি চার বছর বাদে সলমন খানকে বাদ দিল কোকা কোলা ইন্ডিয়া? বৃহত্ ঠান্ডা পানীয় নির্মাতা সংস্থাটি তাদের সফট ড্রিংক ‘থামস আপ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডারের রোল থেকে অব্যাহতি দিল সলমনকে। গত মাসেই সলমনের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কোকা কোলা আর তা রিনিউ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে শিল্প মহল সূত্রের খবর। কোকা কোলার তরফে অবশ্য মুখ খুলতে চাননি কেউ। একটি সূত্রে বলা হয়েছে, সলমনের বদলে তারা রণবীর সিংহকে ব্র্যান্ড দূত করার ভাবনা নিয়ে তাঁর সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে। সূত্রটি জানাচ্ছে, কোকা কোলার তরুণদের ব্র্যান্ড বলে পরিচিতি আছে। ৫০ বছরের সলমনের সঙ্গে নতুন করে চুক্তি না করার পিছনে এটাই বড় কারণ। সে কারণেই তারা রণবীর সিংহের মতো কমবয়সি স্টারকে নিতে চাইছে। ২০১২ সালের অক্টোবরে অক্ষয় কুমারকে বাদ দিয়ে সলমনকে দ্বিতীয়বার থামস আপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিয়েছিল কোকা কোলা। তার আগে ২০০০-এর গোড়ায় এই ভূমিকায় ছিলেন তিনি। প্রসঙ্গত, সলমন দেশের শীর্ষ সেলেব্রিটি তারকাদের মধ্যে পড়েন। শোনা যায়, ব্র্যান্ড পিছু বছরে তাঁর চার্জ ৫ কোটি টাকা। সম্প্রতি উরির ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তানি শিল্পীদের এ দেশে নিষিদ্ধ করার দাবির পরিপ্রেক্ষিতে সীমান্তের ওপারের কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ওঁরা সন্ত্রাসবাদী নন, স্পষ্ট বলেছেন।