নয়াদিল্লি:  এক ব্যক্তি হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে শিকাগো যাচ্ছিলেন। বিমানে তাঁকে যে খাবার দেওয়া হয়, তারমধ্যে থেকে একটি মরা আরশোলা উদ্ধার করেন সেই ব্যক্তি। বিষয়টি সঙ্গে সঙ্গে বিমান সেবিকাকে জানান ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে বিমান সংস্থা।

সূত্রের খবর, বিষয়টা ভালভাবে নেয়নি বিমান সংস্থা। অভিযুক্ত ক্যাটারিং সংস্থাকে এরজন্যে নোটিসও পাঠানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে।

ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার একটি শিকাগোগামী বিমানে। বিমানটি হায়দরাবাদ থেকে দিল্লি হয়ে শিকাগো যাচ্ছিল। বিমানেরই এক যাত্রীকে খেতে দেয় বিমান সংস্থার কর্মীরা। হঠাত্ই সেই ব্যক্তি আবিষ্কার করেন, খাবারের মধ্যে আরশোলা রয়েছে। সেই ছবি তুলে ওই ব্যক্তি টুইটারে পোস্টও করেন। এরপরই বিমান সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হয়। এবিষয় বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা জানান, বিষয়টি পূর্নাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ক্যাটারিং সংস্থাকে নোটিসও পাঠানো হয়েছে।