শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে কলেজ পড়ুয়াদের সংঘর্ষ। নিরাপত্তা জওয়ানদের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ তুলেছে পড়ুয়ারা। পুলিশ জানিয়েছে, গত ১৫ মার্চ বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তাবাহিনী মাত্রা ছাড়িয়ে গিয়েছিল বলে দাবি করে আজ যৌথ প্রতিবাদ মিছিল বের করে বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, পুলওয়ামা ডিগ্রি কলেজের ছাত্ররা। পুলওয়ামা থানার কাছে মিছিল থেকে কিছু ছেলে জওয়ানদের দিকে পাথর ছুড়লে পাল্টা তাদের মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে তারাও। এলাকায় উত্তেজনা ছড়াতেই বন্ধ হয়ে যায় দোকানপাট।
কয়েকটি সূত্রের দাবি, কিছু ছাত্র ডিগ্রি কলেজ ভবনের মাথায় ইসলামিক স্টেটের পতাকা তোলে, গত জুলাইয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ছবিও লাগায়। যদিও পুলিশ বা নিরাপত্তাবাহিনী সূত্র এ খবর সম্পর্কে কিছু জানায়নি।