নয়াদিল্লি: বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতার লক্ষ্যে এবার থেকে বিচারপতিদের পদোন্নতি, বদলি সহ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের যাবতীয় সিদ্ধান্ত ওয়েবসাইটে তোলা হবে।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে নেতৃত্ব দেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এছাড়া, কলেজিয়ামে রয়েছে আরও চার শীর্ষ বিচারপতি। এঁরা হলেন—বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদল বি লোকুর এবং বিচারপতি ক্যুরেয়িন জোসেফ।

এদিন কলেজিয়ামের তরফে একটি প্রস্তাব পাস করা হয়। সেখানে বলা হয়েছে, এখন থেকে কলেজিয়াম যা যা সিদ্ধান্ত নেবে, তা শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আওতায় থাকবে— কোনও মামলার ক্ষেত্রে সরকারের কাছে সুপারিশ পাঠানো হয়, হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগে সিলমোহর, হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীতকরণ, হাইকোর্টের বিচারপতিদের বদলি অথবা সুপ্রিম কোর্টে উন্নীত। কলেজিয়াম এই সব সিদ্ধান্ত নিলে তা ওয়েবসাইটে জানানো হবে।

কলেজিয়াম জানায়, এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন স্বচ্ছতা তুলে ধরা হবে। তেমনই কলেজিয়াম প্রক্রিয়ার গোপনীয়তাও অটূট থাকবে। প্রস্তাব পাস হওয়ার পর প্রথম সিদ্ধান্ত হিসেবে অশোক মেনন, অ্যানি জন ও নারায়ণ পিশারাদিকে কেরল হাইকোর্টের বিচারপতির পদে নিয়োগ করার কথা জানানো হয় ওয়েবসাইটে।