শিমলা: বিমান পরিবহণ ব্যবস্থা ও পরিকাঠামো এমন হওয়া উচিত, যাতে হাওয়াই-চপ্পল পরা অতি-সাধারণ মানুষও তাতে সওয়ার হতে পারেন। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এদিন সিমলায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিমান পরিবহণকে মজবুত করার সওয়াল করেন প্রধানমন্ত্রী। মোদী জানান, আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত, যাতে হাওয়াই চপ্পল পরা লোকও বিমানে যাতায়াত করতে পারেন। বলেন, আমার স্বপ্ন, একজন হাওয়াই চপ্পল পরা লোককে হাওয়াই-জাহাজ (বিমান) চড়তে দেখা।


[embed]https://twitter.com/PMOIndia/status/857468389375197184[/embed]

এদিন আঞ্চলিক বিমান-পরিষেবার প্রকল্পের আওতায় সিমলার জাব্বরহাট্টি বিমানবন্দর থেকে সিমলা-দিল্লি উড়ানের উদ্বোধন করেন মোদী। বলেন, দেশের পরিকাঠামো বৃদ্ধির জন্য বিমান পরিষেবার উন্নতি ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাডাপা-হায়দরাবাদ ও নান্দেড়-হায়দরাবাদ ফ্লাইটের সূচনাও করেন তিনি।


[embed]https://twitter.com/PMOIndia/status/857468857161662465[/embed]

মোদী বলেন, আগে ধরে নেওয়া হত, বিমান চলাচল করেন একমাত্র রাজা-মহারাজা ও উচ্চবিত্ত মানুষরা। এমনকী, এয়ার ইন্ডিসার মাসকটও মহারাজা। তিনি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী জমানার অসামরিক বিমান চলাচল মন্ত্রী রাজীবপ্রতাপ রুডির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে, যাতে এয়ার ইন্ডিয়ার মাসকট পরিবর্তন করে বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের ‘কমন ম্যান’ করা যায় কি না।


[embed]https://twitter.com/PMOIndia/status/857469476211539969[/embed]

প্রধানমন্ত্রীর মতে, উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থার ফলে দেশের যুবক শ্রেণির সাহায্য হবে। যাঁরা সঠিক সুযোগ পেলে দেশের ভাগ্য গড়ে দিতে পারে। তিনি যোগ করেন, গত ৭০ বছরে দেশে কোনও সুনির্দিষ্ট এভিয়েসন নীতি না হওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বহু বিমানবন্দর অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে।


[embed]https://twitter.com/PMOIndia/status/857470046272069632[/embed]

মোদীর দাবি, কেন্দ্রের ‘উড়ে দেশ কা আম নাগরিক’ বা উড়ান প্রকল্পের আওতায় বিমানযাত্রার খরচ ট্যাক্সির ভাড়ার চেয়েও কম হবে। উপরন্তু, সময়ও বাঁচবে। তিনি বলেন, দিল্লি-সিমলা ফ্লাইটের খরচ ৬-৭ টাকা প্রতি কিলোমিটার হবে। সেখানে এই রুটে ট্যাক্সি ভাড়া আনুমানিক ১০ টাকা প্রতি কিলোমিটার।