সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, কুম্ভের পথ আটকে যাচ্ছে বলে এলাহাবাদে মুসলিমরাই ভেঙে দিলেন মসজিদের একাংশ
ABP Ananda, Web Desk | 03 Jul 2018 12:17 PM (IST)
এলাহাবাদ: আসন্ন কুম্ভ মেলা উপলক্ষ্যে চওড়া হচ্ছে রাস্তা। কাজ আটকে যাচ্ছে বলে মসজিদের একাংশ ভেঙে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন এলাহাবাদের মুসলমান সম্প্রদায়ের একাংশ। কুম্ভে ভিড় করেন লাখ লাখ পুণ্যার্থী। এ জন্য বহু রাস্তা চওড়া করা হয়, নেওয়া হবে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, ধর্মীয় প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে নতুন তৈরি হতে চলা পথ জুড়ে। ফলে তা ভাঙতে হয়। এই মসজিদের ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি না বিঘ্নিত হয় সে দিকে লক্ষ্য রেখে এলাহাবাদ উন্নয়ন পর্ষদের আধিকারিকরা একাধিক বৈঠক করেন স্থানীয় মানুষের সঙ্গে, তাঁদের বোঝান। এরপর মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেরাই ভেঙে দিয়েছেন রাস্তার ওপর এসে পড়া অতিরিক্ত অংশটি, ফলে সহজেই হতে পারছে কুম্ভের জন্য রাস্তা সম্প্রসারণের কাজ।