দেহরাদুন: বসিরহাটের পর উত্তরাখণ্ড। ফেসবুকে আপত্তিকর পোস্ট ঘিরে অশান্তির আগুন জ্বলছে পাহাড়ি শহর সাতপুলিতে।
জানা গিয়েছে, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর কেদারনাথ মন্দির নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে। তারপরেই বজরং দল ও অন্যান্য কয়েকটি সংগঠনের ক্ষুব্ধ সদস্যরা সাতপুলি বাজারে তাদের কয়েকটি সবজির দোকান ভাঙচুর করে পুড়িয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, অশান্তি ছড়িয়ে পড়া রুখতে সাতপুলিতে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে তারা।
যে ছেলেটি এই পোস্ট করেছে, তাকে সনাক্ত করা হয়েছে, দ্রুত গ্রেফতার করা হবে। পরিস্থিতি সামাল দিতে জেলা শাসক গিয়েছেন ঘটনাস্থলে।
তবে বজরং দল জানিয়ে দিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।
দেহরাদুন থেকে দেড়শ কিলোমিটারের মত দূরে গাড়ওয়ালের এই শান্ত শহর সাতপুলির কোনও সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাস নেই। শান্তিপূর্ণভাবে এই শহরে বাস করে চার-পাঁচটি মুসলমান পরিবার।
তবে মুসৌরিতে, গত মাসে আইসিসি চ্যাম্পিয়স ট্রফিতে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ে কয়েকজন কিশোর ভারত বিরোধী স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছিল।
ফেসবুকে কেদারনাথ মন্দির নিয়ে আপত্তিকর পোস্ট, সাম্প্রদায়িক অশান্তি উত্তরাখণ্ডের শহরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2017 10:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -