আগরতলা: বামশাসিত ত্রিপুরায় দাঁড়িয়ে সিপিএম, কংগ্রেস--উভয়কেই নিশানা করলেন অমিত শাহ। বিজেপি পশ্চিমবঙ্গে বাম, কংগ্রেসকে হটিয়ে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, পাশাপাশি ত্রিপুরায়ও তাঁর দল এবার ক্ষমতায় আসছে বলে দাবি করলেন তিনি। বাম, কংগ্রেস, দুই শিবিরকেই বিজেপি সভাপতি খোঁচা দিয়ে বলেন, গোটা বিশ্বে মুছে গিয়েছে কমিউনিস্টরা, তেমনই ভারতে নিশ্চিহ্ন হচ্ছে কংগ্রেস, দূরবীন দিয়ে দেখতে হয়। ওরা সবাই আমাদের প্রতিপক্ষ। আমি নিশ্চিত, রাজ্যে পরের সরকার হবে বিজেপির।
আজ দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন অমিত। আগামী বছরের বিধানসভা ভোটে ক্ষমতাসীন বাম সরকারকে উত্খাতের লক্ষ্যে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি।
শেষ তিনি ত্রিপুরা সফর করেছিলেন ২০১৫-র ২৭ এপ্রিল। ১৯৯৩ থেকে একটানা ত্রিপুরায় ক্ষমতায় থাকা বামেদের হটানোর ডাক দিয়ে তিনি বিজেপির সাম্প্রতিক উত্থানের প্রসঙ্গ তোলেন। বলেন, একের পর এক নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে মানুষ নরেন্দ্র মোদী সরকারের প্রতি আস্থা জানাচ্ছেন। আমার মনে হয়, নরেন্দ্র মোদী স্বাধীনতা পরবর্তী ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। মানুষের সমর্থন যে তাঁর দিকেই, সাম্প্রতিক নির্বাচনগুলির ফলই তার প্রমাণ।
বিজেপিই ত্রিপুরায় 'দীর্ঘকালের মার্কসবাদী অপশাসনের একমাত্র বিকল্প' বলে দাবি করেন অমিত। বলেন, গত ২৫ বছর ধরে ত্রিপুরায় চলছে দুর্নীতিরাজ। আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে, নিরাপত্তা নেই মহিলাদের।
ইদানীং বাম-বিজেপি সংঘর্ষ হচ্ছে ত্রিপুরায়। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, মার্কসবাদী হিংসা, প্রতিহিংসাপরায়ণতা রাজ্যে বিজেপির উত্থান রোধ করতে পারবে না। শাসক দল সন্ত্রাস চালিয়ে গেলে বিজেপির পায়ের তলার মাটি আরও শক্ত হবে।
বিজেপি সভাপতি অবশ্য অ-বাম দলগুলিকে নিয়ে জোট গড়ার সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেননি, তবে জানিয়েছেন, আগে তাঁরা রাজ্যে নিজেদের ভিত জোরদার করার ওপরই গুরুত্ব দিচ্ছেন।
বিশ্বে নিশ্চিহ্ন কমিউনিস্টরা, ভারতে কংগ্রেস, ত্রিপুরায় আসছে বিজেপি, বললেন অমিত শাহ
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2017 04:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -