নয়াদিল্লি: দেশে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হয়ে যাওয়ার পরেও যদি কোনও সংস্থা পণ্যের উপর পরিবর্তিত দামের স্টিকার না লাগায়, তাহলে জেল ও জরিমানা হতে পারে। শুক্রবার এমনই জানিয়ে দিলেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তিনি বলেছেন, জিএসটি চালু হওয়ার আগে পর্যন্ত যে পণ্যগুলি অবিক্রিত ছিল, নতুন দামের স্টিকার লাগিয়ে সেগুলি বিক্রি করা যাবে। জিএসটি চালু হওয়ার পর দামে যে বদল হয়েছে, সেটা যাতে ক্রেতারা জানতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করতে হবে। কোনও সংস্থা এই নির্দেশ অমান্য করলে প্রথমবার ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয় ও তৃতীয় ক্ষেত্রে যথাক্রমে ৫০ হাজার ও এক লক্ষ টাকা জরিমানা করা হবে। এক বছর জেলও হতে পারে।
জিএসটি চালু হওয়ার বিভিন্ন সমস্যার সমাধানের উপায় জানতে চেয়ে উপভোক্তা বিষয়ক দফতরে সাতশোর বেশি প্রশ্ন এসেছে। মানুষের সমস্যা সমাধান করার জন্য একটি কমিটি গঠন করেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক। জিএসটি চালু হওয়ার আগে পর্যন্ত অবিক্রিত পণ্যগুলি নতুন দাম অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি করা যাবে বলে জানিয়েছেন পাসোয়ান। তাঁর দাবি, জিএসটি চালু হওয়ার পর প্রাথমিকভাবে যে সমস্যাগুলি হচ্ছে, দ্রুত তার সমাধান করে ফেলা হবে।
জিএসটি অনুসারে নতুন দামের স্টিকার না লাগালে জেল, জরিমানা, জানালেন পাসোয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2017 11:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -