জম্মু: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও অভিনেতা ঋষি কপূরের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার আবেদন জানালেন সমাজকর্মী সুকেশ খাজুরিয়া। তিনি জেলাশাসকের কাছে এই আবেদন জানিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি করায় ফারুক ও ঋষির বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ১৯৬ ধারা, রণবীর পিনাল কোডের ১২৪-এ ধারায় দেশদ্রোহিতা-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন সুকেশ। তাঁর অভিযোগ, ফারুকের মন্তব্য ও ঋষির ট্যুইটের মাধ্যমে হিংসায় উস্কানি ও জনগণের মধ্যে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।

জম্মু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস স্লাথিয়াও ফারুকের মন্তব্যের নিন্দা করে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার দাবি জানিয়েছেন। সেইসঙ্গে ফারুকের লোকসভার সদস্যপদ খারিজ ও তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের স্বীকৃতি বাতিলেরও দাবি জানিয়েছেন স্লাথিয়া। তিনি বলেছেন, ‘ফারুক আবদুল্লা একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তা সত্ত্বেও তাঁর এই মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি ভারতকে চ্যালেঞ্জ জানানোর ঔদ্ধত্য দেখিয়েছেন। পাকিস্তান ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে এটাই করেছিল। তার ফলে পাকিস্তান দু’ভাগ হয়ে গিয়েছে।’

গত শনিবার ফারুক দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই। ভারত ও পাকিস্তানের মধ্যে যতই লড়াই হোক না কেন, এক্ষেত্রে কোনও বদল হবে না। ট্যুইট করে ফারুকের এই মন্তব্য সমর্থন করেন ঋষি। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আমাদের এবং পাক অধিকৃত কাশ্মীর ওদের। একমাত্র এভাবেই আমরা আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি।’ বিভিন্ন মহল থেকে এই মন্তব্য ও ট্যুইটের নিন্দা করা হচ্ছে। এবার মামলারও দাবি উঠল।