চণ্ডীগড়: কপিল শর্মার শো-কে ঘিরে নতুন সমস্যা। এবার, বিতর্কের কেন্দ্রে নবনিযুক্ত বিধায়ক তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু।


ক্রিকেটার-রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ, ওই শোয়ে তিনি ‘ডবল মিনিং জোকস’ করছেন। অর্থাৎ, এমন চটুল কৌতুক বলেছেন, যার মধ্যে কুরুচিপূর্ণ ও অশ্লীল ইঙ্গিত রয়েছে।


খবরে প্রকাশ, এই মর্মে পঞ্জাব সরকারের কাছে সিধুর বিরুদ্ধে অভিযোগ করেছেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী এইচ সি অরোরা। এর আগে, তিনি উচ্চ আদালতেও সিধুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।


পঞ্জাব সরকারের মুখ্যসচিবকে লেখা চিঠিতে অরোরা দাবি করেন, সিধু ক্রমাগত অশ্লীল, কুরুচিকর কৌতুক করে চলেছেন, যা ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের পরিপন্থী।


প্রসঙ্গত, বিধায়ক ও মন্ত্রী হওয়ার পর সিধুর এহেন শো করা নিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। অনেকেই দাবি করেছেন, সরকারি পদ নেওয়ার পর তাঁর এধরনের শো করা অনৈতিক।


যদিও, সব সমালোচনার জবাব দিয়ে সিধু সাফ জানিয়ে দেন, তিনি ওই শো ছাড়বেন না। এবার, শো ছাড়ার জন্য সিধুর ওপর পঞ্জাব সরকার চাপসৃষ্টি করে কি না সেটাই দেখার।