রাঁচি: আধার কার্ড না থাকায় স্রেফ না খেতে পেয়ে এ রাজ্যেই মারা গিয়েছে ১১ বছরের এক বালিকা। তার মৃত্যুর মূল্যে ঝাড়খণ্ডে রেশন তুলতে অত্যাবশ্যক আধার কার্ডের নিয়ম বাতিল হয়ে গেল।
অল্প কিছুদিন আগে সিমডেগা জেলায় এক বালিকা অনাহারে মারা গিয়েছে। অভিযোগ, আধার কার্ড না থাকায় রেশন দেওয়া হয়নি তার পরিবারকে। এ খবর জানাজানি হওয়ার পর আজ রাজ্যের গণবণ্টন মন্ত্রী সরযূ রায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেখিয়ে একটি নির্দেশ পাশ করেছেন, যাতে বলা হয়েছে, শুধু আধার নয়, রেশন তুলতে গ্রাহক যে কোনও পরিচয়পত্র জমা দিতে পারবেন।
মন্ত্রী বলেছেন, ৮ ফেব্রুয়ারি কেন্দ্র আধার কার্ড সংক্রান্ত যে নির্দেশ দেয়, তাতে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের কাজে গতি আনতে বলা হয়েছিল। কিন্তু আধার না থাকলে কাউকে রেশন দেওয়া হবে না এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সংবেদনশীলতার অভাবের জেরেই আধার না থাকলে রেশন থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
আধার কার্ডের সঙ্গে যুক্ত না হওয়ায় রাজ্যে বাতিল হওয়া সাড়ে এগারোলাখ রেশন কার্ডের পুনর্মূল্যায়নেরও নির্দেশ দিয়েছেন তিনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অনাহারে বালিকা মৃত্যুর পর বদলাল নিয়ম, ঝাড়খণ্ডে রেশনের জন্য আর অত্যাবশ্যক নয় আধার কার্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2017 04:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -