নয়াদিল্লি: দেশের নিরাপত্তার সামনে বিরাট বিপদ আধার। মনে করেন সুব্রহ্মণ্যম স্বামী। আধার বাধ্যতামূলক করার পদক্ষেপ সুপ্রিম কোর্টের বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে খারিজ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিজেপির এই এমপি নানা ইস্যুতেই সক্রিয়।

তিনি ট্যুইট করে জানিয়েছেন, আধার আবশ্যিক করায় কীভাবে জাতীয় নিরাপত্তা বিপন্ন হবে, তা বিস্তারিত জানিয়ে চিঠি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।





গতকালই সুপ্রিম কোর্ট সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া একগুচ্ছ পিটিশন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠিয়েছে। সেখানে নভেম্বরের শেষ সপ্তাহে শুনানি শুরু হবে।

আধার ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে বলে অভিযোগ তুলে ওই পিটিশনগুলি পেশ হয়েছে শীর্ষ আদালতে।