নয়াদিল্লি: রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরি করতে হলে এবার থেকে অত্যাবশ্যক হতে পারে তার আগে ৫ বছর সেনায় কাজ করা। এক সংসদীয় স্থায়ী কমিটি এমনই সুপারিশ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি করা ওই কমিটি চায়, কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এ ব্যাপারে একটি প্রস্তাব তৈরি করে কেন্দ্রের কাছে পেশ করুক। তাদের বক্তব্য, সরকারি চাকরির আগে যুবক যুবতীরা যদি ৫ বছর সেনায় কাজ করেন, তবে সেনারও কর্মী কম থাকার সমস্যা মিটে যাবে।

সেনার হাতে এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যার থেকে ২০,০০০-এর বেশি জওয়ান ও ৭,০০০ অফিসার কম রয়েছেন। বায়ুসেনার অফিসার কম ১৫০-র মত, ১৫,০০০-এর বেশি বায়ুসেনার পদ ফাঁকা পড়ে রয়েছে। নৌসেনার ১৫০ অফিসার ও ১৫,০০০-এর মত সেনাকর্মীর পদ ফাঁকা।

উল্টোদিকে শুধু রেলওয়েতেই কাজ করেন ৩০ লাখ নাগরিক। রাজ্য সরকারি চাকরি করেন ২ কোটি মানুষ। এই সব পদে যাঁরা আবেদন করবেন তাঁদের যদি তার আগে ৫ বছর সেনায় কাজ করা অত্যাবশ্যক করা যায় তবে সেনার কাজের লোক কম থাকার সমস্যা উধাও হবে। তা ছাড়া কেন্দ্র ও রাজ্যগুলিও ৫ বছরের সেনা প্রশিক্ষণ থাকা সুশৃঙ্খল কর্মী পাবেন।

তবে প্রতিরক্ষা মন্ত্রক এই সুপারিশ নিয়ে বিশেষ উচ্চবাচ্য না করায় স্থায়ী কমিটি অসন্তুষ্ট বলে খবর। বিষয়টি তাই কর্মী ও প্রশিক্ষণ বিভাগে পাঠাচ্ছে তারা। তাদের বক্তব্য, দেশের নিরাপত্তার কারণে এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক।