লোয়ার মৃত্যুই একমাত্র বিচার্য বিষয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2018 09:48 PM (IST)
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিশেষ সিবিআই বিচারক বি এইচ লোয়ার মৃত্যুই তার কাছে একমাত্র বিচার্য্য বিষয়, সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলা থেকে বিজেপি সভাপতি অমিত শাহের খালাস পাওয়া সহ আর অন্য কোনও বিষয়ে তারা মাথা ঘামাবে না। ২০১৪ সালে লোয়ার মৃত্যুরহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত চেয়ে পেশ হওয়া পিটিশনের শুনানি চলছে শীর্ষ আদালতে। লোয়ার মৃত্যু হয় ২০১৪-র ১ ডিসেম্বর, নাগপুরে এক সহকর্মীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে। লোয়ার মৃত্যুর পর সোহরাবুদ্দিন মামলার ভার পান বিশেষ বিচারক এম বি গোসাভি। তিনি অমিত শাহ ও আরও কয়েকজন অভিযুক্তকে রেহাই দেন।
সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দেয়, লোয়ার মৃত্যুর ব্যাপারে আরও তদন্তের নির্দেশ দেওয়া উচিত কিনা, সেটাই তারা খতিয়ে দেখবে।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে লোয়ার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আর্জির পিটিশনগুলি উঠলে এক আইনজীবী বলেন, তিনি বম্বে হাইকোর্টে একটি পিটিশন দিয়েছিলেন, যেটি এখন সুপ্রিম কোর্টে বদলি করা হয়েছে। তিনি অমিত শাহকে একটি পক্ষ করেছেন বলে জানান।
অমিত শাহের প্রসঙ্গ উঠলে মহারাষ্ট্র সরকারের তরফে আইনজীবী মুকুল রোহাতগি বলেন, এটাই হল যাবতীয় পিটিশনের মূল উদ্দেশ্য।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -