নয়াদিল্লি: সংসদে দেশে সাম্প্রতিক কয়েকটি গণপিটুনির ঘটনার নিন্দা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কেন্দ্রের তরফে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজনাথের বক্তব্যে খুশি হতে না পেরে ওয়াকআউট করেন কংগ্রেস সদস্যরা।
লোকসভায় জিরো আওয়ারে কংগ্রেস নেতা কে সি বেনুগোপালের বক্তব্যের জবাবে তিনি বলেন, গণপিটুনির ঘটনাগুলিতে অনেকে মারা গিয়েছেন, সরকারের কাছে এটা গভীর উদ্বেগের ব্যাপার। বেনুগোপাল ঝাড়খন্ডে স্বামী অগ্নিবেশের ওপর হামলা, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অনলাইনে ট্রোলড হওয়ার প্রসঙ্গও তোলেন। বলেন, এটা পরিতাপের বিষয় যে, গণপিটুনি, বিরুদ্ধ মতামত পোষণকারী লোকজন সহ নানা জনের দৈহিক নিগ্রহ স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে, কিন্তু সরকার নীরব। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা গণপিটুনির ঘটনায় জড়িত বলে অভিযুক্তদের মালা পরিয়েছেন। এই কি আইনের শাসন? এগুলি খুবই সিরিয়াস ব্যাপার। সরকারকে আবেদন করছি দেশের গণতান্ত্রিক আবহাওয়া বজায় রাখুন।
সরকার অপছন্দের লোকজনের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে লাগিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীদেরও পরামর্শ দেন, তাঁরা যাতে দোষী ঘোষিতদের মালা না দেন। বলেন, সরকারকে আবেদন করছি গণপিটুনি রোধে আইন হোক।
রাজনাথের দাবি, গুজব ও সত্যতা যাচাই না হওয়া বা ফেক নিউজের জেরেই গণপিটুনির ঘটনাগুলি ঘটেছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় বলে সওয়াল করে তিনি বলেন, কেন্দ্র এ ব্যাপারে চুপ করে থাকতে পারে না। আমি রাজ্যগুলিকে ২০১৬, ১০১৮-য় অ্যাডভাইসরি পাঠিয়েছি। সোস্যাল মিডিয়া পরিষেবা দেওয়া সংস্থাগুলিকে চেকিং ব্যবস্থা চালু করতে বলেছি। এমন ঘটনা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীদেরও বলেছি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।
বেনুগোপালের বক্তব্যের প্রতিবাদ করেন বিজেপি সদস্যরা।
গুজব, ফেক নিউজের জেরে গণপিটুনি, আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার, লোকসভায় রাজনাথ, ওয়াকআউট কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2018 05:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -