মুম্বই: ৫০০, ১০০০ টাকার নোট বাতিল। বৈধ নোট পাওয়ার জন্য ব্যাঙ্ক, এটিএমে হন্যে হয়ে ঘুরে ঘুরেও লাভ হচ্ছে না। জনমানসে ক্ষোভ দানা বাঁধছে। এই প্রেক্ষাপটেই নরেন্দ্র মোদীকে বিঁধলেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। সাংবাদিকদের সামনে বললেন, আপনার (প্রধানমন্ত্রী) ওপর মানুষ গভীর আস্থা রেখেছেন। তাঁদের সঙ্গে প্রতারণা করবেন না, নইলে কিন্তু আপনার বিরুদ্ধে মানুষের সার্জিক্যাল স্ট্রাইক হবে, হাড়ে হাড়ে আপনি টের পাবেন। বড় অঙ্কের নোট নিষিদ্ধ হওয়ার জেরে মানুষের দুর্ভোগকে তাদের ওপর ‘অত্যাচার’ বলে উল্লেখ করে তিনি দাবি করেন, কালো টাকা দেশে ফেরাতে সুইস ব্যাঙ্কে সার্জিক্যাল স্ট্রাইক করুন মোদী!
উদ্ধব বলেছেন, আপনি দুর্নীতি দমন করতে চান, আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু আমজনতাকে কষ্ট দিয়ে নয়। নতুন নোট যথেষ্ট সংখ্যায় নেই, অথচ আপনি হঠাত্ এমন একটা সিদ্ধান্ত নিলেন। মানুষের ওপর তা অত্যাচার হয়ে দাঁড়িয়েছে।
মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের পিছনে কী যুক্তি, সেই প্রশ্ন তুলে শিবসেনা প্রধান বলেন, মানুষকে বিপদে ফেলে, বাজার থেকে এভাবে কালো টাকা দূর করে কোন উদ্দেশ্য পূরণ হবে। ক্ষমতা থাকলে সুইস ব্যাঙ্কে সার্জিক্যাল স্ট্রাইক করুন, যেখানে ভারতের টাকা মজুত রয়েছে। কালো টাকা ফিরিয়ে নিয়ে আসুন দেশে।
মানুষকে কষ্ট দেবেন না, ক্ষমতা থাকলে সুইস ব্যাঙ্কে সার্জিক্যাল স্ট্রাইক করুন, কালো টাকা দেশে ফেরান! মোদীকে খোঁচা উদ্ধবের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2016 08:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -