নয়াদিল্লি: ‘নোট বাতিল’ বিতর্কে তোলপাড় দেশ। এই পরিস্থিতিতে কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে একসঙ্গে বৈঠক করল, তৃণমূল-সিপিএম-সহ ৭টি দল। একই দিনে দলের সংসদীয় বোর্ডের বৈঠক করে পাল্টা ঘুঁটি সাজাল বিজেপিও।
নোট বদল নিয়ে মানুষ দুর্দশায়। এরইমধ্যে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে সোমবার প্রায় একই সময়ে একদিকে বৈঠকে বসে বিরোধীরা। অন্যদিকে, বৈঠকে বসে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা, সংসদীয় বোর্ড। নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে বিরোধী বৈঠকে ছিল ঐক্যবদ্ধ চেহারা।
কংগ্রেস,তৃণমূল,সিপিএম,আরজেডি,জেডিইউ,সিপিআই,জেএমএম এবং ওয়াই এস আর কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। কীভাবে বুধবার থেকে শুরু হতে চলা সংসদীয় অধিবেশনে নোট বদল নিয়ে মোদী সরকারকে একযোগে কোণঠাসা করা যায় তা নিয়ে সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের রুমে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মানুষের দুর্দশার কথা তুলে ধরতে কক্ষ সমন্বয়ের বিষয়টি নিয়েও আলোচনা করেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে নোট বদল নিয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হলেও, পাল্টা আক্রমণাত্মক ভূমিকাই বহাল রাখতে চলেছে বিজেপিও। সূত্রের খবর এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গোটা দেশ সরকারের সিদ্ধান্তকে (নোট বদলের) সমর্থন করছে।
সূত্রের খবর, বিরোধীরা এ নিয়ে সংসদে আলোচনা চাইলে সরকার পক্ষ তাতে রাজি।
মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেও, কেজরীবালের আম আদমি পার্টি, মুলায়মের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বিএসপি এদিন বিরোধীদের বৈঠকে সামিল হয়নি। আসেনি ডিএমকে, এনসিপিও।
কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, দিল্লিতে না থাকার কারণে কয়েকজন বিরোধী নেতা বৈঠকে উপস্থিত হতে পারেননি। তিনি বলেছেন, বৈঠকে কয়েকজন না থাকলেও সংসদে বিরোধীরা ঐক্যবদ্ধভাবেই সরকারের বিরুদ্ধে সরব হবে।
সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে বৈঠক কং,সিপিএম,তৃণমূল সহ ৭ দলের, ঘুঁটি সাজাল বিজেপিও
ABP Ananda, web desk
Updated at:
14 Nov 2016 08:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -