নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রদেশ সংগঠনকে ঢেলে সাজাল কংগ্রেস। একদিকে, মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে প্রবীণ নেতা কমল নাথকে। পাশাপাশি, দলের প্রচার কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।


এছাড়া, গোয়ার প্রদেশ সভাপতি করা হয়েছে গিরিশ চোড়াঙ্করকে। কয়েকদিন আগেই এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শান্তারাম নায়েক। তাঁক স্থলাভিষিক্ত হলেন গিরিশ। এদিন, এআইসিসি সাধারণ সম্পাদক অশোক গহলৌত জানান, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এই নিয়োগের ওপর সবুজ সঙ্কেত দেন।


এছাড়া, মধ্যপ্রদেশে চার কার্যকরী সভাপতিকেও নিয়োগ করেছে দল। এঁরা হলেন—বালা বচ্চন, রামনিবাস রাওয়াত, জিতু পটওয়াড়ি ও সুরেন্দ্র চৌধুরী। আর কয়েকমাস পরই বিধানসভা নির্বাচনে যেতে চলেছে মধ্যপ্রদেশ।


বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে কোমর বাঁধছে কংগ্রেস। আর সেই লক্ষ্যেই, এদিন রাজ্যের সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে দল। এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা হলেও, ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া – দুজনই এই লড়াইয়ে রয়েছেন।