নয়াদিল্লি: নাম না করে আমির খানকে
‘উদ্ধত
’ বলায় কংগ্রেসের তোপের মুখে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস বলে, দলিত, সংখ্যালঘু, লেখক, অভিনেতা- মোদী সরকারের বিপক্ষে যারাই নিজের মত ব্যক্ত করবে, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করবে বিজেপি ও আরএসএস।
প্রসঙ্গত, গতকাল একটি বই প্রকাশ অনুষ্ঠানে নাম না করে আমিরকে ‘উদ্ধত’ বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। পর্রীকর বলেন, এক অভিনেতা বলেছেন, তাঁর স্ত্রী ভারত ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে চান। এধরনের বক্তব্য ঔদ্ধত্যেরই প্রকাশ। আরও বলেন, যাঁরা দেশ-বিরোধী মন্তব্য করেন, তাঁদের দেশের মানুষের কাছ থেকেই শিক্ষা নেওয়া উচিত।
এরই প্রেক্ষিতে আজ কংগ্রেসের আক্রমণ। টুইটারে পর্রীকরকে আক্রমণ করে কংগ্রেস নেতা রণদীপ এস সূরযেওয়ালা বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক। অনলাইন ট্রেডিং কোম্পানির অ্যাপ আনইনস্টল করার ইস্যুতে বিজেপি এবং আরএসএস সমর্থনকারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিল। তিনি আরও বলেন, সরকার বিরোধী কথা বললেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটাই কি রাজধর্ম?
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে অসহিষ্ণুতা প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করতে গিয়ে আমির বলেন, বেশ কিছু ঘটনার পর তাঁর স্ত্রীর মনে হয়েছে এ দেশ ছেড়ে তাঁদের অন্যত্র চলে যাওয়া উচিত। তিনি বলেন, স্ত্রী কিরণ রাও অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদেশে ছেলেকে নিয়ে থাকতে তিনি ভীত। এই মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বহু সমালোচনার সম্মুখীন হতে হয় আমিরকে। এই ঘটনার প্রতিবাদে আমির যে অনলাইন শপিং সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন, সেই অ্যাপটি বহু মানুষ আনইনস্টল করে দেন। বহু কাস্টমার তাঁদের অর্ডার বাতিল করে দেন। এরপরই ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমিরকে।