নয়াদিল্লি: সোমবার সংসদে দেখা গিয়েছে তৃণমূল-বিজেপি যুগলবন্দি। যা নিয়ে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। আর মঙ্গলবার, রাজ্যসভায় দাঁড়িয়ে সেই অস্ত্রেই তৃণমূলকে খোঁচা দিল কংগ্রেস।
উত্তরাখণ্ডে আস্থা ভোট হয়ে যাওয়ার পরেও কেন সে রাজ্যের বাজেট-সংক্রান্ত বিল সংসদে পাস করাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার, এ নিয়ে এ দিন রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। তারই মাঝে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলতে উঠে তৃণমূলকে বিজেপির নতুন বন্ধু বলে কটাক্ষ করেন। পাশাপাশি জোট-বার্তা দেন সিপিএমের উদ্দেশ্যে। তিনি বলেন, আমি শুনতে চাই সমাজবাদী পার্টির নরেশ অগ্রবাল কী বলেন এবং সরকারের নতুন বন্ধু সুখেন্দুশেখর রায় কী বলেন। আমি শুনতে চাই আমাদের নতুন বন্ধু ইয়েচুরি কী বলেন।



প্রসঙ্গত, এ বছর ফেব্রুয়ারির শুরুর দিকে, যখন বাংলায় সেভাবে জোট দানা বাধেনি, তখন দিল্লির একটি বই প্রকাশ অনুষ্ঠানে, এই জয়রাম রমেশই হালকা চালে, সীতারাম ইয়েচুরিকে বলেছিলেন, চলুন পশ্চিমবঙ্গ শিলিগুড়ি মডেল করি। শেষমেশ, জোট বেঁধেই লড়েছে বাম-কংগ্রেস। বার বার অস্ত্র করেছে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগকে। সেই অস্ত্রই এ দিন রাজ্যসভায় দাঁড়িয়ে ব্যবহার করেন জয়রাম রমেশ।পাল্টা সুর চড়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বলেন, কংগ্রেস তো আনুষ্ঠানিকভাবেই সিপিএমের সঙ্গী। এরপর, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও বাম-কংগ্রেস সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন। জয়া বলেন, সীতারাম ইয়েচুরি কংগ্রেসের নেতা। উনিই বলছেন, আমি বলার সুযোগ পাচ্ছি না।
সম্প্রতি, একাধিকবার সংসদে তৃণমূল ও বিজেপির যুগলবন্দি দেখা গিয়েছে। কখনও বিজেপির পাশে তৃণমূল। কখনও তৃণমূলের পাশে বিজেপি। আর সেই নিয়েই কটাক্ষ ছুড়ে দিচ্ছে সিপিএম-কংগ্রেস।