মুম্বই: মহারাষ্ট্রে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় পর্বের ফলে বিজেপি-ই শীর্ষে থাকলেও কিছুটা স্বস্তি পেল কংগ্রেস। তৃতীয় পর্বে ১৯ টি মিউনিপাল কাউন্সিল ও দুটি নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে শাসক দল বিজেপির সঙ্গে সমানে টক্কর দিল বিরোধী কংগ্রেস। কংগ্রেস ১১৩ টি আসন পেয়েছে এবং ৮ টি মিউনিসিপাল কাউন্সিল প্রেসিডেন্টের পদ দখল করছে।বিজেপি জিতেছে ১১৪ আসনে এবং সাতটি কাউন্সিল প্রেসিডেন্ট পদে। এনসিপি ও নির্দল একটি করে কাউন্সিল প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছে।এনসিপি জিতেছে ৭৭ আসনে।


তৃতীয় দফার ভোটের ফলাফল পর রাজ্যে এখনও পর্যন্ত ১,০৬১ আসন পেয়ে প্রথম স্থানে রয়েছে বিজেপি। কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের আসন সংখ্যা ৮৮৫। ৭৮৫ আসন পেয়ে তৃতীয় এনসিপি। শিবসেনার দখলে ৫৯০ টি আসন।

কাউন্সিল প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি ৬৩, কংগ্রেস ৩৩, এনসিপি ২১ এবং শিবসেনা ২৬ টিতে জয়ী হয়েছে।

তৃতীয় দফায় ঔরঙ্গাবাদ,ভান্ডারা, গড়চিরৌলি ও নান্দেদ-এ ভোট নেওয়া হয়েছিল।