নয়াদিল্লি: সংসদে লালকৃষ্ণ আডবাণীর ক্ষোভ নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে ফের শুরু উত্তপ্ত বাক্য বিনিময়।


একদিকে প্রবীণ বিজেপি নেতাকে ধন্যবাদ জানিয়ে যখন বিজেপিকে খোঁচা দিলেন রাহুল গাঁধী, সেখানেই কংগ্রেসের উদ্দেশ্যে বিজোপির পাল্টা, ওরা ‘পলায়ন নীতি’ অবলম্বন করেছে।


নোচ ইস্যুতে সংসদের গোটা শীতকালীন অধিবেশন কার্যত ধুয়ে যাওয়ায় বৃহস্পতিবার লোকসভাতেই ক্ষোভ উগরে দেন আডবাণী। প্রবীণ বিজেপি নেতা এতটাই ক্ষুব্ধ হন, যে তিনি নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন।


আর এই বিষয়টিকে হাতিয়ার করে ফের কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয় দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা। আডবাণীর মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাঁকে ধন্যবাদ জানান রাহুল গাঁধী।


নিজের টুইটার অ্যাকাউন্টে কংগ্রেস সহ-সভাপতি লেখেন, আডবাণীজি আপনাকে ধন্যবাদ নিজের দলের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য লড়াই করার জন্য। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এটা পরিষ্কার যে, আডবাণী নিজের দলকেই তিরস্কার করছেন।


কিছুক্ষণের মধ্যেই পাল্টা দেয় বিজেপিও। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, কংগ্রস ‘পলায়ন নীতি’ অবলম্বন করেছে। সকলেই জানে, কাদের জন্য সংসদ অচল হয়েছে। কারা ওয়েলে নেমে হাঙ্গামা দেখাচ্ছে।


পাশাপাশি, আডবাণীর মন্তব্যের প্রেক্ষিতে বেঙ্কাইয়া বলেন, যেভাবে সংসদ অচল হয়েছে, তাতে সকলেই দুঃখিত। উনিও তাই। দলের প্রবীণ সদস্য হিসেবে আডবাণী মন্তব্য করতেই পারেন।