বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভায় তাদের আসনসংখ্যা আরও বাড়াল কংগ্রেস। আর আর নগর বিধানসভা উপনির্বাচনে জয় পেল তারা। কংগ্রেসের এন মুনিরত্ন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তুলসী মুনিরাজু গৌড়াকে হারিয়েছেন ৪১,১৬২ ভোটে।

অল্পদিন আগে শেষ হওয়া কর্নাটক বিধানসভা ভোটে ১০৪টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয় বিজেপি। কংগ্রেস পায় ৭৮টি আসন, জেডিএস ৩৭টি। কিন্তু বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন জোগাড় করতে না পারায় কংগ্রেস ও জেডিএস হাত মিলিয়ে সরকার গড়ে। এখন রাজরাজেশ্বরী নগর কেন্দ্রটিও কংগ্রেস জিতে নেওয়ায় তাদের আসনসংখ্যা বেড়ে ৭৯ হল তো বটেই, জোটের হাতও আরও শক্ত হল।

তবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জোট সরকারের অন্যতম শরিক জেডিএসের জি এইচ রামচন্দ্র। ভোটের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন তিনি।

গতবারের বিধানসভা ভোটেও কংগ্রেস প্রার্থী মুনিরত্ন এই আসনটি জিতেছিলেন।

১২ তারিখ ভোট হয় কর্নাটকে। কিন্তু ভোটার কার্ড সংক্রান্ত অভিযোগের জেরে আর আর নগরে সে সময় ভোট হয়নি। ভোটের ঠিক আগে এখানে ১০,০০০-এর কাছাকাছি ভোটার কার্ড উদ্ধার হয়, অভিযোগ ওঠে, ভোটের সময় কারচুপির উদ্দেশেই এত কার্ড তৈরি করা হয়েছে।