নয়াদিল্লি: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ‘অপমান’ করার জন্য ক্ষমা চাইতে হবে অরুণ জেটলিকে। এমনটাই জানাল কংগ্রেস।


খবরে প্রকাশ, গত শনিবার লন্ডন স্কুল অফ ইকনমিক্স-এ বক্তৃতা রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেখানে বলেন, দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘অন্তর্ঘাত ঘটানোর জোট’ তৈরি হয়েছে। তাঁর দাবি, উগ্র-বামপন্থী ও বিচ্ছিন্নতাবাদীরা একই ভাষায় কথা বলছে।


জেটলির এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। এদিন দলের মুখপাত্র মণীশ তিওয়ারির অভিযোগ, এভাবে বিদেশের মাটিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র ও শিক্ষককে অপমান করেছেন জেটলি।


তাঁর পাল্টা দাবি, বর্তমান শাসকের মদতে দেশে কিছু ফ্যাসিবাদী শক্তি গজিয়ে উঠেছে। এর মোকাবিলা করার জন্য তিনি সকল ধর্মনিরপেক্ষ, উন্নয়নশীল, বহুত্ববাদী ও জাতীয়তাবাদী দলকে এক হওয়ার বার্তা দেন।


শুধু তিওয়ারি নন, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের রোষেও পড়েন বর্তমান অর্থমন্ত্রী। কটাক্ষসুরে তিনি জেটলিকে প্রশ্ন করেন, ১৯৭৫ সালে তিনি যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন, তখন কি তিনিও এইভাবে ‘অন্তর্ঘাত ঘটানোর জোটকে’ নেতৃত্ব দিয়েছিলেন?