লখনউ: হোয়াটসঅ্যাপ মেসেজে দলীয় সহ-সভাপতি রাহুল গাঁধীকে ‘পাপ্পু’ বলার জের, ৬ বছরের জন্য বহিষ্কার করা হল মেরঠের কংগ্রেস সভাপতি বিনয় প্রধানকে। তাঁর বিরুদ্ধে দল-বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে মেরঠের কংগ্রেস সহ-সভাপতি সরতাজ গাজি ও গিরিধারিলাল মৌর্য, সাধারণ সম্পাদক অঙ্কুর ত্যাগী, সম্পাদক অনুরাম শামি ও ইরশান পুথিকে দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে দলের সব পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।
রাহুলের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগে গত মাসে বিনয়কে সাসপেন্ড করা হয়। কয়েকদিন আগে তিনি দলের সব পদ থেকে ইস্তফা দেন। তবে আজ কংগ্রেস মুখপাত্র দ্বিজেন্দ্র দ্বিবেদী বলেছেন, বিনয়ের বিরুদ্ধে দলের সংবিধান লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হল।
রাহুলকে ‘পাপ্পু’ বলা নেতাকে বহিষ্কার করল কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2017 10:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -