নয়াদিল্লি: প্রতিদিনের ব্যবহারের ১৭৮টি পণ্যের করের হারে কাটছাঁট করার বিষয়ে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের জন্য কৃতিত্ব দাবি করল কংগ্রেস।
দলের তরফে জানানো হয়েছে, সহ-সভাপতি রাহুল গাঁধী যেভাবে ক্রমাগত চাপসৃষ্টি করেছেন এবং গুজরাতের নির্বাচনী জনসভায় তাঁর প্রচার যে হারে সমর্থন পেয়েছে, তাতে বাধ্য হয়েই সরকার করে কাটছাঁট করেছে।
এদিন কংগ্রেস সাধারণ সম্পাদক তথা গুজরাতের ভারপ্রাপ্ত নেতা অশোক গহলৌত জানান, জিএসটি নিয়ে সরকারের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতি দাবি তোলেন, জিএসটি-র সর্বোচ্চ কর-কাঠামো ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ করতে হবে।
https://twitter.com/OfficeOfRG/status/929247014520422400 গহলৌত জানান, রাহুল প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি সরকার তা না করলে, ক্ষমতায় এসেই তা কার্যকর করবে কংগ্রেস। গহলৌতের মতে, রাহুল প্রথম থেকেই বলে আসছেন, গব্বর সিংহ ট্যাক্স নয়, দেশে একটা সরল কর-ব্যবস্থার প্রয়োজন।এদিন গহলৌত দাবি করেন, রাহুল গাঁধীর দেওয়া ক্রমাগত চাপেই মূলত জিএসটি কাউন্সিল করে কাটছাঁট করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া, গুজরাতের নির্বাচনী-প্রচারে রাহুল যেভাবে জন-সমর্থন পেয়েছেন, তাতেও চাপে পড়ে যায় কেন্দ্র।
প্রসঙ্গত, গুজরাত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নিজের রাজ্য। সেখানে গত ২ দশকের ওপর শাসন করছে বিজেপি। আসন্ন নির্বাচনে গেরুয়া-শিবিরকে উৎখাত করতে চাইছে কংগ্রেস।
https://twitter.com/OfficeOfRG/status/928953194264195072এদিন গহলৌত দাবি করেন, গুজরাত ভোটের কথা মাথায় রেখেই করে কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। তিনি বলেন, গুজরাত তাদের হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি। তাই জিএসটি করের হারে কাটছাঁট করা হল। কারণ, সেখানে জিএসটি-কেই অন্যতম ইস্যু করে প্রবল সমর্থন পেয়েছেন রাহুল।