নয়াদিল্লি:কার্গিল শহিদের মেয়ের ফেসবুকে এবিভিপি-বিরোধী পোস্ট ও 'আমার বাবাকে পাকিস্তান মারেনি, মেরেছে যুদ্ধ'- এই মন্তব্যে কিরেন রিজিজু ও বিজেপি সাংসদের প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা কংগ্রেসের।
কার্গিলের শহিদ সেনা অফিসারের মেয়ে গুরমেহের কউরকে দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করেছেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। গুরমেহেরের মন কারা বিষিয়ে তুলছে, প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। পাশাপাশি গুরমেহেরের দাবি, সোস্যাল মিডিয়ায় এবিভিপি-বিরোধী প্রচারের জেরে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
ফেসবুক-ট্যুইটারে দিনভর গুরমেহরের পক্ষে, বিপক্ষে ট্যুইটারাইটদের আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে কংগ্রেস মুখপাত্র মণীশ তেওয়ারি বলেন, কারও ভাবনা আপনার পছন্দ না-ই হতে পারে। কিন্তু তাঁকে ট্রোল করা হচ্ছে, কিছু না ভেবেচিন্তেই হুমকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যাদের ফলো করেন, হুমকি দিচ্ছে তারা। এটা রাষ্ট্রীয় ভীতিপ্রদর্শনের সবচেয়ে নিকৃষ্ট রূপ, এভাবে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান চলে না। এটা চরম দুর্ভাগ্যের, আপত্তিকর। পছন্দ না হলেই রাষ্ট্রকে ব্যবহার করে বিকল্প মতামতকে দমন করা, রাষ্ট্রীয় হিংসার কঠোরতম ভাষায় নিন্দা হওয়া উচিত।
সিমহার মন্তব্যে তেওয়ারির প্রতিক্রিয়া, শহিদের পরিবারের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই যাঁর, দেশের ঐক্য, সংহতি অটুট রাখতে গিয়ে প্রাণ দেওয়ায় বাবাকে ছাড়া বড় হল যে মেয়েটি, তার যন্ত্রনা যিনি বুঝতে পারেন না, তেমন লোক ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ স্থান অর্থাত্ সংসদে যাওয়ার যোগ্য নন।
কংগ্রেস মুখপাত্রের মতে, দুর্ভাগ্যের বিষয় হল, বিজেপি এমন মানসিকতায় অভ্যস্ত হয়ে পড়েছে একেবারে সর্বোচ্চ স্তর থেকে তা ছড়িয়ে পড়ছে বলে। তিনি বলেন, যখন প্রধানমন্ত্রীই মিডিয়াকে বাজারু বলে আক্রমণ করেন, মন্ত্রীরা সাংবাদিকদের প্রেস্টিটিউটস বলেন, আরএসএস ও বিজেপির গণ সংগঠনগুলি হিংসা ছড়ায়, তখন ওদেরএমপি-রা ধরে নিতেই পারেন, কার্গিল শহিদের পরিবারকে অপমান করেই মোদীর ক্যাবিনেটে ঠাঁই হবে।
রিজিজুর মন্তব্য নিয়ে তেওয়ারি বলেন, গুরমেহের কার্গিল শহিদের মেয়ে, যে সে কেউ নয়। ওর পরিবার আত্মত্যাগের মহিমা জানে। হিংসার নিন্দা করায় ওর প্র্রতি এমন আচরণ হলে তা ফ্যাসিস্ত মানসিকতার প্রকৃষ্ট উদাহরণ।
গুরমেহেরের এবিভিপি-বিরোধী প্রচারের সমর্থনে কংগ্রেস ট্যুইট করেছে, কোনও মহিলা স্বাধীন ভাবনাচিন্তা করলেই পিতৃতান্ত্রিক বিজেপি বলে, তার মন বিষিয়ে গিয়েছে।
ফ্যাসিস্ত মানসিকতার নিদর্শন! গুরমেহেরকে রিজিজু, বিজেপি এমপি-র নিন্দার পাল্টা কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
27 Feb 2017 09:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -