নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার লক্ষ্যে আগামী ৬ মে সংসদ ঘেরাও করতে চলেছে কংগ্রেস। দলীয় সভানেত্রী সনিয়া গাঁধী, সহ-সভাপতি রাহুল গাঁধী সহ শীর্ষ নেতারা যন্তরমন্তর থেকে মিছিল করে সংসদ ঘেরাও করবেন বলে জানা গিয়েছে।


উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি, দেশের বিভিন্ন অংশে খরা এবং বিরোধীদের নামে ‘ভুয়ো ও ইচ্ছাকৃত’ মিথ্যা প্রচারের অভিযোগেই সরকারের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছে কংগ্রেস।

সংসদ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, তাঁরা গণতন্ত্র বাঁচানোর স্বার্থেই এই কর্মসূচি নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার ষড়যন্ত্র করে নির্বাচিত সরকার ফেলে দিতে চাইছেন। অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ড তারই প্রমাণ।

অগুস্তা ওয়েস্টল্যান্ড ইস্যুতে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে বিজেপি-র তরজা তুঙ্গে উঠেছে। কংগ্রেসের দাবি, বিজেপি নেতারা নাটক করছেন। কেন্দ্রের শাসক দলকে পাল্টা চাপে ফেলার জন্যই তাই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সংসদ ঘেরাওয়ের ডাক দিয়েছে কংগ্রেস। হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কর্মীরা এই অভিযানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

গত বছরের ১৯ এপ্রিলও জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় রামলীলা ময়দান থেকে মিছিল করেছিল কংগ্রেস। সেই মিছিল থেকে জমি অধিগ্রহণ বিলকে কৃষক-বিরোধী এবং কর্পোরেট-সহায়ক বলে দাবি করা হয়েছিল। একই ইস্যুতে সনিয়ার নেতৃত্বে বিরোধী দলগুলি মিছিল করে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল। ফের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস।