নয়াদিল্লি: ইরাকের মোসুলে ২০১৪ সালে অপহৃত হওয়া ৩৯ জন ভারতীয়র মৃত্যু নিয়ে রাজ্যসভাকে বিপথে চালিত করার অভিযোগে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। আজ কংগ্রেস সাংসদ অম্বিকা সোনি, প্রতাপ বাজওয়া ও শামসের সিংহ দুলো জানিয়েছেন, সব তথ্য ও নথি জোগাড় করে তাঁরা রাজ্যসভায় বিদেশমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেবেন।


অম্বিকা বলেছেন, ‘আমি সুষমা স্বরাজের বিরুদ্ধে রাজ্যসভাকে বিপথে চালিত করার অভিযোগ আনছি। সংসদে মন্ত্রীর বক্তব্য আশ্বাস। তিনি আশ্বাস দিয়েছিলেন, ওই ব্যক্তিরা বেঁচে আছেন। আমাদের সূত্র ঠিক প্রমাণিত হয়েছে এবং তাঁর গোপন সূত্র ভুল প্রমাণিত হয়েছে। বিদেশমন্ত্রী চার বছর ধরে বিষয়টি ঠান্ডা ঘরে রেখে দিয়েছিলেন এবং সংসদকে ভুল পথে চালিত করছিলেন। এটা তাঁরই দায়।’

অম্বিকা আরও বলেছেন, ‘আমরা বারবার এই বিষয়টি উত্থাপন করেছি। কিন্তু সুষমা বরাবর বলে এসেছেন, ইরাকে অপহৃত ভারতীয়রা বেঁচে আছেন। এ বিষয়ে কোনও তথ্য দেওয়া যাবে না। সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় মৃতদের পরিবারের লোকজনের মধ্যে ভুল ধারণা ছড়িয়েছে। আমরা ইরাক থেকে খবর পেয়েছিলাম, অন্তত এক বছর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু সরকার অসংবেদনশীল।’

বাজওয়া বলেছেন, ‘আজ হরজিৎ মাসির বিবৃতি ঠিক বলে প্রমাণিত হয়েছে। আমি সুষমা স্বরাজকে প্রশ্ন করতে চাই, আপনার সূত্র কী? সারা দেশ জানতে চায়। আপনি কেন এই লোকগুলির আবেগ নিয়ে খেলা করলেন?’