আমপাতি আসনের উপনির্বাচনে জয়, মেঘালয়ে একক বৃহত্তম দল হল কংগ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2018 01:06 PM (IST)
শিলং: মেঘালয়ের আমপাতি আসনের উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী মিয়ানি ডি শিরা। এরফলে রাজ্য বিধানসভায় কংগ্রেস একক বৃহত্তম দল হল। আমপাতি আসনের বিধায়ক মুকুল সাংমা ইস্তফা দেওয়ায় আসনি শূন্য হয়েছিল। গত বিধানসভা ভোটে দুটি আসনে জয়ী হয়েছিলেন মুকুল। তাই আমপাতি আসনের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। এই আসনের উপনির্বাচনে ৩১৯১ ভোটে জিতলেন তাঁর মেয়ে শিরা। তিনি পেয়েছেন ১৪,২৫৯ ভোট। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী এনপিপি প্রার্থী পেয়েছেন ১১,০৬৯ ভোট।
আমপাতি আসন জয়ের পর ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় কংগ্রেসের আসন হল ২১। এনপিপি-র তুলনায় একটি বেশি আসন নিয়ে রাজ্যের একক বৃহত্তম দল হল কংগ্রেস। এনপিপি বিজেপি ও আঞ্চলিক দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিল।
রাজ্য বিধানসভায় ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সাত, পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের ৪, এইচএসপিডিপি-র ২ এবং বিজেপির দুটি আসন রয়েছে। এরসঙ্গে এনসিপি-র এক এবং একজন নির্দল বিধায়ক নিয়ে গড়ে উঠেছিল মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স সরকার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -