চিত্রদূর্গ (কর্নাটক): 'ভোট ব্যাঙ্কের রাজনীতি'র স্বার্থেই 'সুলতানদের জয়ন্তী' পালন করে সিদ্দারামাইয়া সরকার। রবিবার কর্নাটকের ভোট প্রচারে ক্ষমতাসীন কংগ্রেসকে নিশানা করে কটাক্ষ নরেন্দ্র মোদীর।
সিদ্দারামাইয়া সরকারের অষ্টাদশ শতকের মহীশূরের শাসক টিপু সুলতানের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর টিপু জয়ন্তী কর্মসূচি পালনের সমালোচনা করে প্রধানমন্ত্রী এক জনসভায় বলেন, কংগ্রেসের চেহারাটা দেখুন। যাদের জয়ন্তী সম্মানের সঙ্গে পালন করা উচিত, যাঁরা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেন, ওরা তাঁদের জয়ন্তী পালনের কথা ভাবতে পারে না। বীরা মাদাকারি, ওনাকে ওবাভ্ভাকে ভুলে যেতে পারে, কিন্তু ভোটব্যাঙ্ক বাঁচাতে সুলতানদের জয়ন্তী পালন করে।
চিত্রদূর্গের শেষ শাসক মাদাকারি নায়াকার সেনাবাহিনীর জওয়ানের স্ত্রী ওনাকে ওবাভ্ভা ১৭৭৯ সালে টিপু সুলতানের বাবা হায়দর আলির বাহিনীকে রুখতে একা হাতে লড়েন। স্বামী মাদাকারি নায়াকার দূর্গের ওয়াচ টাওয়ারের প্রহরী। ওনাকে ওই দূর্গ রক্ষা করতে গিয়ে হায়দরের সেনার হাতে প্রাণ দেন।
বিজেপি শুরু থেকেই টিপু সুলতানের জন্মবার্ষিকী পালনে তীব্র আপত্তি করেছে। টিপুকে শ্রদ্ধার প্রশ্নে কর্নাটকেও তীব্র বিভাজন রয়েছে। কেউ তাঁকে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করা বীর বলে মনে করেন, কারও চোখে তিনি স্রেফ এক উন্মাদ শাসক।
সেই প্রেক্ষাপটেই মোদী বলেন, টিপু জয়ন্তী পালন করে কংগ্রেস কর্নাটক, চিত্রদূর্গের মানুষকে অপমান করেছে, তাঁদের সেন্টিমেন্ট, আবেগ নিয়ে ছেলেখেলা করেছে। যেভাবে কংগ্রেস এখানকার নারী, পুরুষের ঐতিহ্য, শৌর্যের সঙ্গে প্রবঞ্চনা করেছে, তাকে ক্ষমা করা যায় না।
কংগ্রেস একটি পরিবারের জন্য দেশের একাধিক জাতীয় ব্যক্তিত্বকে কোণঠাসা করে রেখেছে, দলিতদের বিভ্রান্ত করছে, মিথ্যা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন মোদী।
ভোটব্যাঙ্ক বাঁচাতেই সুলতানদের জয়ন্তী পালন করছে কংগ্রেস, কর্নাটকে ভোটপ্রচারে কটাক্ষ মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2018 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -