নয়াদিল্লি: বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যার ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি বলেছেন, এই হত্যা আমাদের সমাজে অসহিষ্ণুতা ও ধর্মান্ধতার মাথা তুলে দাঁড়ানোর কথাই মনে করিয়ে দিয়েছে।
সনিয়া-পুত্র তথা কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও গৌরীর হত্যার ঘটনার নিন্দা করে বলেছেন, এভাবে সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না।
সনিয়া তাঁর বার্তায় গৌরীকে অকুতোভয় সাংবাদিক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নিজের স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে দ্বিধাহীন ছিলেন গৌরী। অসাধারণ মানসিক দৃঢ়তারও অধিকারী ছিলেন তিনি।
কংগ্রেস সভানেত্রী বলেছেন, যুক্তিবাদী, চিন্তাবিদ ও সাংবাদিকদের একের পর এক হত্যার ঘটনা দেশে এমন একটা পরিবেশ গড়ে তুলেছে যাতে বিরোধিতা, আদর্শগত মতপার্থক্য ও ভিন্নমত প্রকাশ করা মানে জীবনের ঝুঁকি নেওয়ার সামিল হয়ে উঠেছে। এই পরিস্থিতি বরদাস্ত করা যায় না। এই পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে বিপদ বলেও মন্তব্য করেছেন সনিয়া।
সনিয়া আরও বলেছেন, এই পরিস্থিতি কংগ্রেস যুক্তিবাদী, মুক্তমনা ও সাংবাদিকদের পাশেই দাঁড়াবে।
গৌরীর হত্যার ঘটনা নিয়ে সনিয়া কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গেও কথা বলেছেন এবং দোষীদের দ্রুত শাস্তি বিধানের আর্জিও জানিয়েছেন।
কর্নাটকের কংগ্রেস শাসিত সরকারের কাছে সনিয়ার বার্তা- যে কোনও মূল্যেই রাজ্যের নিরাপদ ও সুরক্ষিত পরিস্থিতি বহাল রাখতে হবে।
রাহুলের অভিযোগ, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের ওপর চাপ সৃষ্টি, মারধর, হামলা চালানো হবে, এমনকি মেরেও ফেলা হবে।
রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন। কংগ্রেস সহ সভাপতি বলেছেন, মোদী ‘দক্ষ হিন্দুত্ববাদী রাজনীতিবিদ’। তিনি যা বলেন তার দু ধরনের অর্থ রয়েছে। একটা তাঁর ভিত্তির জন্য, অন্যটা বাকি বিশ্বের জন্য।
ধর্মান্ধতা ও অসহিষ্ণুতা মাথা চাড়া দিয়ে উঠেছে, গৌরী লঙ্কেশের হত্যার নিন্দা সনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2017 01:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -