কংগ্রেস অপমান করেছে হিন্দুদের, ক্ষমা চান রাহুল, মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় তুলে বললেন অমিত শাহ
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2018 06:36 PM (IST)
ভোপাল: হায়দরাবাদ আদালতের সাম্প্রতিক যে রায়ে ২০০৭ সালের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা থেকে স্বামী অসীমানন্দ সহ অভিযুক্ত ৫ জনকেই রেহাই দেওয়া হয়েছে, তার উল্লেখ করে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। কংগ্রেস সনাতন ধর্ম ও হিন্দুদের অপমান করেছে বলে অভিযোগ তুলে বিজেপি সভাপতির দাবি, এজন্য ক্ষমা চাইতে হবে রাহুল গাঁধীকে। কেননা তাঁরা হিন্দু সন্ত্রাস এর তত্ত্ব হাজির করেছেন, দেশের অসম্মান করেছেন।
হায়দরাবাদ আদালতের গত ১৬ এপ্রিলের রায়ে অভিযুক্তদের অব্যাহতির প্রসঙ্গ তুলে আজ মধ্যপ্রদেশে ভেল দশেরা ময়দানে বিজেপি কর্মীদের সামনে জনসভায় তিনি বলেন, কংগ্রেস ও তাদের সভাপতি ২০১৪-র ভোটের প্রচারে লাগাতার হিন্দু সন্ত্রাসের অভিযোগ করেছেন, হিন্দু সংস্কৃতির বদনাম ও ভারতের অসম্মান করেছেন। রাহুল গাঁধীর এজন্য হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিজেপি সভাপতি বলেন, অভিযুক্তদের রাজনৈতিক কারণেই বিস্ফোরণ মামলায় জড়ানো হয়েছিল বলে হায়দরাবাদের আদালতই রায়ে জানিয়েছে। রাহুল গাঁধী তো ক্ষমা চাইবেন না। তাই আমাদেরই বিষয়টি সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে বলতে হবে, কংগ্রেস সমাজে বিভেদ, বিভাজন ছড়াতে চাইছে।
জাতপাতের লাইনে সমাজে বিভেদের রাজনীতি করার অভিযোগেও কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি। বিজেপি সভাপতি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের পিছিয়ে পড়া অংশের জন্য একটি বিল এনেছিলেন যার উদ্দেশ্য ছিল জাতীয় পশ্চাত্পদ কমিশনের সাংবিধানিক মর্যাদা দেওয়া। লোকসভায় বিলটি পাশ হয়, কিন্তু রাজ্যসভায় বাধা দেয় কংগ্রেস, মধ্যপ্রদেশের একটি রাজপরিবারের জনৈক সদস্য। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহও, যিনি রাজ্যসভার সদস্য, আপত্তি তুলে দাবি করেন, বিলে সংখ্যালঘুদেরও ঢোকাতে হবে। দেশবাসীর সামনে এসব কথা তুলে ধরতে হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -