নয়াদিল্লি: ৫০০-১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর দেশজুড়ে নোট বদল, টাকা তোলার লাইনে দাঁড়িয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের কথা উল্লেখ করে শ্র্দ্ধা জানানোর দাবি খারিজ করে দিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। শুক্রবার লোকসভার এদিনের কাজকর্ম শুরুর সময় ১৯৮৪-র ভোপাল গ্যাস দুর্ঘটনার বর্ষপূর্তিতে ভয়াবহ বিপর্যয়ে মৃতদের কথা উল্লেখ করেন স্পিকার। ২-৩ ডিসেম্বরের মাঝের রাতে গ্যাস লিক করে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার ৩২-তম বর্ষপূর্তি এদিন। গ্যাস ট্র্যাজেডির বলি হওয়া মানুষজনের মতো নোট বাতিলের জেরে নতুন টাকা তুলতে ব্যাঙ্ক, এটিএমের বাইরে লাইন দিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ‘শখানেক লোক’-কেও সভায় শ্রদ্ধা নিবেদন করা হোক, দাবি করেন লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু বিজেপি সাংসদরা একসুরে খাড়্গের দাবির বিরোধিতা করেন। দ্রুত তা প্রত্যাখ্যান করেন মহাজনও।