ট্রেন্ডিং

জ্যোতি মালহোত্রার ফোন-ল্যাপটপের ফরেন্সিক-রিপোর্টে নতুন তথ্য? IND Vs Pakistan

পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর বিকট শব্দ ! পরপর ফাটল ল্যান্ডমাইন

দিল্লির পাক দূতাবাস থেকেই কি গুপ্তচর নিয়ন্ত্রণ?

কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণের পরেও টিটাগড়ে কাটা গ্যাসের রমরমা

মুঠো মুঠো টাকা কামান জ্যোতি, ওড়ানও,কত সম্পত্তি এই 'পাক গুপ্তচর'-এর?জানেন কী দিয়ে কেরিয়ার শুরু?
'IPS-কে মারছে, এঁরা শিক্ষক?' চাকরিহারাদের আন্দোলনকে ঘিরে প্রশ্ন তুললেন কল্যাণ
হাসি-বিতর্ক: রেণুকা সম্পর্কে মন্তব্যের জন্য রাজ্যসভায় মোদীর ক্ষমা চাওয়ার দাবি কংগ্রেসের
Continues below advertisement

নয়াদিল্লি: কংগ্রেসের মহিলা রাজ্যসভা সাংসদ রেনুকা চৌধুরীকে সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে ঘিরে বিতর্ক দানা বাঁধছে। রেণুকা সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবি জানাল কংগ্রেস। কংগ্রেসের এই দাবি ঘিরে এদিন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। সভা বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। গতকাল টেলিভিশন সিরিয়াল রামায়ণের প্রসঙ্গ তুলে রেণুকাকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, রেণুকার অট্টহাসি তাঁকে রামায়ণ সিরিয়ালের কথা মনে করিয়ে দিয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের জবাবি ভাষণ দিতে মোদী গতকাল সংসদের উভয় কক্ষেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। রাজ্যসভাতে ভাষণ দিতে গিয়ে মোদী দাবি করেন যে, আধার-এর ধারণা প্রথম ১৯৯৮-এ দিয়েছিলেন তত্কালীন এনডিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। তিনি সার্বিকভাবে ব্যবহারযোগ্য একটি জাতীয় পরিচয়পত্র তৈরির কথা বলেছিলেন। আধারের কৃতিত্ব যাতে পূর্বতন কংগ্রেস সরকার না নিতে পারে, সেজন্যই মোদী এর কৃতিত্ব আডবাণীকে দিয়েছিলেন। তাঁর ওই কথা শুনে জোরে হেসে ফেলেন রেণুকা। এর তীব্র বিরোধিতা করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি কংগ্রেস সাংসদকে তিরস্কার করে বলেন,কোনও সমস্যা থাকলে যেন তিনি ডাক্তার দেখান।
এরপরই মোদী কংগ্রেস সাংসদকে হাসি থামানোর কথা বলতে মানা করেন বেঙ্কাইয়াকে। তিনি কটাক্ষ করে বলেন, রামায়ণ সিরিয়ালের পর এই প্রথম কাউকে এভাবে হাসতে দেখলেন।
মোদী রামায়ণের কোনও চরিত্রের উল্লেখ না করলেও এটা কার্যত পরিষ্কার ছিল যে, তিনি সিরিয়ালের কোনও নেগেটিভ চরিত্রের কথাই বলেছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে