নয়াদিল্লি: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির স্বামী জুবিন ইরানির বিরুদ্ধে মধ্যপ্রদেশে জমি জবরদখলের অভিযোগ। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে কংগ্রেসের বক্তব্য রাজ্য সরকারের উচিত্ সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে এবিষয়ে নিজেদের রাজধর্ম পালন করা।
এই ঘটনার নিরপেক্ষ তদন্ত একান্ত প্রয়োজন, মত কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার। প্রসঙ্গত, অতীতে স্মৃতির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক হয়েছে। সুরজেওয়ালার দাবি, এখন তাঁর উচিত্ এক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকারকে তদন্তে সবধরনের সহযোগিতা করা।এক সূত্র উদ্ধৃত করে কংগ্রেসের দাবি, যে জমিটি মন্ত্রীর স্বামী দখল করে রেখেছেন, সেটা আসলে সরকারি জমি।
এছাড়া সম্প্রতি আধার সংক্রান্ত যে তথ্য ফাঁস হয়ে গেছে সে ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেসের মন্তব্য, যেখানে বিজেপি কে, কোথায় যাবে, কী খাবে, সবকিছু নিয়ন্ত্রণ করছে। যেখানে ভারতে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, বাকস্বাধীনতার অধিকার, নিয়ে কথা হচ্ছে, সেখানে ১২ কোটি জনসাধারণের আধার তথ্য এভাবে ফাঁস হওয়া লজ্জাজনক। তাঁর বক্তব্য এখনই সাধারণ মানুষের উচিত্ এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়া।
গো-রক্ষক বাহিনীর বাড়বাড়ন্ত সম্পর্ক সূরজেওয়ালার মত, কার্যত এভাবে গুন্ডারাজকে কায়েম রাখছে বিজেপি।
কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তদন্ত চাই, দাবি কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2017 03:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -