নয়াদিল্লি: দলের দুই সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢড়া ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রস্তাব মেনে নিয়ে উত্তরপ্রদেশের সমস্ত জেলা কমিটি ভেঙে দিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। বদলে তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হল। এই প্যানেল মূলত দলীয় নেতা কর্মীদের অভিযোগ গ্রহণ করবে।


সূত্রের খবর, আসন্ন বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য দুই সদস্যের একটি দলও গঠন করেছে কংগ্রেস। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার লাল্লুকে। যদিও পশ্চিম উত্তর প্রদেশে কাকে দায়িত্ব দেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি। তবে খুব শীঘ্রই সেখানে কাউকে নেতৃত্ব আনতে চলেছেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।


উল্লেখ্য, সপ্তদশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশকে পূর্ব ও পশ্চিম ভাগে ভাগ করে প্রিয়ঙ্কা ও জ্যোতিরাদিত্যের কাঁধে দায়িত্ব ছেড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।  তবে এই দুই শীর্ষ নেতাই উত্তরপ্রদেশে ডাহা ফেল। যেখান ২০১৪ সালেও ২টি আসন ছিল কংগ্রেসের সেখানে এবার শুধুমাত্র সনিয়ার আসনেই জয় ছিনিয়ে আনতে পেরেছে তারা। রায়বরেলিতে জয় পেলেও হাতছাড়া হয়েছে অমেঠি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরেছেন খোদ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল। এমন অবস্থায় সামনেই বিধানসভা আসনে উপনির্বাচনের মুখোমুখি হবে কংগ্রেস। তার আগেই নয়া কৌশল নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিল লোকসভায় ৫২ আসন জয়ী দল কংগ্রেস।