আওরঙ্গজেবের চেয়েও বেশি নিষ্ঠুর, গত ৪৯ মাস গণতন্ত্রকে দাস বানিয়ে রেখেছেন মোদী, পাল্টা কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2018 07:31 PM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী মুঘল সম্রাট আওরঙ্গজেবের চেয়েও বেশি নিষ্ঠুর, গত ৪৯ মাস ধরে তিনি দেশে গণতন্ত্রকে দাস বানিয়ে রেখেছেন। মোদীর অভিযোগের জবাবে বলল কংগ্রেস। প্রধানমন্ত্রী জরুরি অবস্থার ৪৩-তম বর্ষপূর্তিতে আজ কংগ্রেসকে একহাত নেন। পাল্টা কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, মোদী ক্ষমতায় আসার আগে যেসব 'মিথ্যা' প্রতিশ্রুতি দিয়েছিলেন, 'জুমলা' করেছিলেন, সেগুলি আড়াল করতে, নিজের ব্যর্থতা ঢাকতেই কংগ্রেসকে আক্রমণ করছেন।
সুরজেওয়ালার অভিযোগ, বিরুদ্ধ মত দাবিয়ে রাখতে দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, মোদীর শাসনে ওদের বিরোধিতা করলেই দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে, এক 'অঘোষিত জরুরি অবস্থা' চাপানো হয়েছে। তিনি বলেন, দিল্লি সুলতানির একনায়ক মোদী আওরঙ্গদেবের চেয়েও বেশি নিষ্ঠুর। আজ তিনি ৪৩ বছর আগে জারি হওয়া জরুরি অবস্থার ব্যাপারে দেশকে জ্ঞান দিয়েছেন। কংগ্রেসের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করলে কী মোদীজীর 'জুমলা' চাপা দেওয়া যাবে? আজকের আওরঙ্গজেব নিজের দল বিজেপি সহ দেশে গণতন্ত্রকে দাসত্বে বেঁধে ফেলেছেন। মোদীজী নিজের ব্যর্থতা ধামাচাপা দিতে চাইছেন, আজ ইতিহাসের ওপর বদলাও নিয়েছেন, কিন্তু উনি ভুলে গিয়েছেন, শীগগিরই নিজেও ইতিহাস হয়ে যাবেন। আওরঙ্গজেব কখনও কারও পরামর্শ শুনতেন না, একনায়করা কখনও তা করেন না, শুধু ইতিহাসই তাঁদের শিক্ষা দেয়। আমি নিশ্চিত, মোদীজীরও একই পরিণতি হবে।
সুরজেওয়ালার অভিযোগ, প্রধানমন্ত্রী স্বয়ং রাজ্যগুলিকে হুমকি দিচ্ছেন, তাঁর পথে না এলে বরাদ্দ কাটছাঁট হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -