এ বছরই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2016 05:38 AM (IST)
নয়াদিল্লি: বোধহয় এতদিনে প্রতীক্ষার অবসান। কংগ্রেস নেতা কর্মীদের দীর্ঘদিনের চাহিদা মিটিয়ে সম্ভবত এ বছরই দলের সভাপতি হতে চলেছেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতৃত্বও ইঙ্গিত দিয়েছে এ ব্যাপারে। তবে উত্তরপ্রদেশ ভোটে রাহুলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে দলের মধ্যে যে কানাঘুষো শোনা যাচ্ছিল তা খারিজ করে দিয়েছে তারা। ২০১৩-র জানুয়ারিতে জয়পুর চিন্তন শিবিরে রাহুলকে দলের সহ সভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাঁকে সভাপতি করার কথা উঠলেও অনিচ্ছুক ছিলেন প্রধানত রাহুলই। ২০১৪-র লোকসভা ভোটে কংগ্রেসের গোহারান হারের পর তাঁর নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ওঠে। তাঁর বদলে প্রিয়ঙ্কা ভঢরাকে সামনে নিয়ে আসা নিয়েও আলোচনা শুরু হয়। কংগ্রেস সূত্রের খবর, ইউপি ভোটে কংগ্রেসের পরামর্শদাতা প্রশান্ত কিশোর চান, রাহুল বা প্রিয়ঙ্কা কাউকে সামনে রেখে গোবলয়ের এই সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট লড়তে। যদি তাঁরা কেউ রাজি না হন, তবে উঠতে পারে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নাম। রাহুল সমর্থকরা অবশ্য চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে দলীয় সভাপতি ঘোষণা করতে। তাঁদের ধারণা, একমাত্র তাহলেই চাঙ্গা হতে পারে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -