বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে একটি রেস্তোরাঁয় এক ব্যক্তিকে মারধর করার দায়ে শান্তিনগরের কংগ্রেস বিধায়ক এন এ হ্যারিসের ছেলে মহম্মদ হ্যারিস নালাপড়কে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল। নালাপড় বেঙ্গালুরুর যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তবে এখনও গ্রেফতার করা হয়নি।

গতকাল রাতে বেঙ্গালুরুর ইউবি সিটি মলে বিদ্যুৎ নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে নালাপড় ও তাঁর দলবলের বিরুদ্ধে। বিদ্যুতের বন্ধু প্রবীণের অভিযোগ, ‘চোট থাকায় পা ছড়িয়ে বসেছিল বিদ্যুৎ। এতেই খেপে গিয়ে ওকে ক্ষমা চাইতে বলে নালাপড়। বিদ্যুৎ ক্ষমা না চাওয়ায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপরেই ১৫-২০ জনকে ডেকে আনে বিধায়কের ছেলে। ওর দলের ছেলেরা এসেই বিদ্যুৎকে মারতে শুরু করে। ওরা ঘুঁষি মেরে বিদ্যুতের নাক ভেঙে দিয়েছে। বিদ্যুৎ সংজ্ঞাহীন না হয়ে পড়া পর্যন্ত ওকে মারতে থাকে ওরা। আমি সাহায্য চাইলেও, ক্যাফের লোকজন সাহায্য করেনি। আমি বিদ্যুৎকে হাসপাতালে ভর্তি করেছি। ও আইসিইউ-এ ভর্তি।’

কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ড. জি পরমেশ্বর নালাপড়কে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ট্যুইট করে বলেছেন, অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



কর্ণাটক প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি দীনেশ গুণ্ডু রাও ট্যুইট করে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘এটা ভয়ানক ঘটনা। কেউই আইনের উর্ধ্বে নয়। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। মহম্মদ হ্যারিস নালাপড়কে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।’