রাফালে ডিল: লোকসভাকে বিভ্রান্ত করার অভিযোগ, মোদী, সীতারামনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2018 08:22 PM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনের বিরুদ্ধে লোকসভাকে রাফালে যুদ্ধবিমান ডিলের ব্যাপারে বিভ্রান্ত করার অভিযোগে নোটিস দিল কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়্গে, বীরাপ্পা মইলি, কে ভি টমাস, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজীব সাতভ প্রমুখ কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেন মঙ্গলবার। ২০ জুলাই সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে মোদী, সীতারামনের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই নোটিস।
নোটিসে বলা হয়েছে, সেদিন জেনেশুনে সভাকে বিভ্রান্ত করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তাই এই স্বাধিকার ভঙ্গের নোটিস যাতে গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার জন্য স্বাধিকার কমিটির কাছে পাঠানো হয়, সেই আবেদন করা হচ্ছে।
নোটিসে এও বলা হয়েছে, লোকসভায় ২০১৬-র ১৮ নভেম্বর ও রাজ্যসভায় ২০১৮-র ১৯ মার্চ প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন, তার সম্পূর্ণ উল্টো দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী সীতারামন, কিন্তু সেটাই নিজের বক্তব্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের সঙ্গে ২০০৮ সালে হওয়া গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বচ্ছতা থাকার যে দাবি প্রধানমন্ত্রী ভাষণে করেছেন, তা তথ্যগত ভাবে ভুল, মিথ্যা। সভাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে জেনেশুনেই তিনি ওই দাবি করেছেন। দেশের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী ও তাঁর গোটা ক্যাবিনেট সংসদ ও তার মাধ্যমে দেশের মানুষের কাছে যৌথ ভাবে দায়বদ্ধ। সরকারের যে তথ্য সংসদকে জানানোর কথা, তা গোপন রেখে দিয়ে প্রতিরক্ষামন্ত্রীও জেনেশুনে, উদ্দেশ্যপ্রনোদিত হয়েই সংসদকে বিভ্রান্ত করেছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -