নয়াদিল্লি: সলমন খুরশিদের মন্তব্য ঘিরে চরম অস্বস্তিতে কংগ্রেস। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এক ছাত্রের প্রশ্নের উত্তরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খুরশিদ সাফ বললেন, মুসলিমদের রক্ত লেগে রয়েছে কংগ্রেসের হাতে। এভাবে  কংগ্রেসের আমলে সংঘটিত গোষ্ঠী হিংসার ঘটনায় সরকারের ত্রুটি-বিচ্যুতি স্বীকার করে নিয়েছেন খুরশিদ।
'কংগ্রেস কী করে মুসলিমদের রক্তের দাগ হাত থেকে ধুয়ে ফেলতে পারে?' এক পড়ুয়ার চোখা প্রশ্নের উত্তরে খুরশিদ বললেন, 'এটা একেবারেই রাজনৈতিক প্রশ্ন। আমাদের হাতেও রক্ত লেগে রয়েছে। আমিও কংগ্রেসেরই অংশ। তাই বলছি যে, আমাদের হাতে রয়েছে রক্তের দাগ।
খুরশিদ বলেছেন, 'অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এমন কিছু পরিস্থিতি তৈরি করো না যাতে ১০ বছর পর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ফিরে এলে এমন প্রশ্ন করার কেউ না থাকে'।
হাসানপুরা, মালিয়ানা, মুজফফরনগরর মতো হিংসার ঘটনা তুলে ধরে ওই ছাত্রটি খুরশিদকে প্রশ্ন করেছিলেন বাবরি মসজিদের দরজা খুলে দেওয়া, ভেতরে মূর্তি রাখা এবং বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছে কংগ্রেসের ক্ষমতায় থাকার সময়ই। কংগ্রেসের হাতে মুসলিমদের রক্তের দাগ লেগে রয়েছে। আপনি কীভাবে সেই দাগ ধুয়ে ফেলতে পারেন?'
এই প্রশ্নের জবাবে খুরশিদ যা বলেছেন, তাতে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে খুরশিদের মন্তব্যের দায় অস্বীকার করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র পি এল পুনিয়া বলেছেন, খুরশিদের ওই মন্তব্যের সঙ্গে একমত নয় দল। এটি তাঁর ব্যক্তিগত মত। দলের নয়।